চলতি বছর বিজিবির অভিযানে ১৯ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ, আটক ২৭

চট্টগ্রাম রিজিয়ন

| শুক্রবার , ২৪ অক্টোবর, ২০২৫ at ৬:৪৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম রিজিয়ন এলাকার ৫৪০ কিলোমিটার সীমান্তে নিরাপত্তা, চোরাচালান দমন ও শান্তিশৃঙ্খলা রক্ষায় বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) অব্যাহতভাবে দায়িত্ব পালন করছে। চলতি বছর বিজিবির অভিযানে চোরাই মালামাল ও অস্ত্র উদ্ধারসহ ২৭ জন আটক হয়েছে। এই রিজিয়নের অধীনে থাকা ১৩টি ব্যাটালিয়ন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের দুর্গম সীমান্ত এলাকায় দিনরাত অভিযান, নজরদারি ও টহল কার্যক্রম পরিচালনা করছে।

২০২৫ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত পরিচালিত বিভিন্ন অভিযানে বিজিবি চট্টগ্রাম রিজিয়ন ২৭ জন চোরাকারবারিকে আটক করেছে এবং মোট ১৯ কোটি ৫৫ লাখ টাকার অবৈধ চোরাচালান মালামাল জব্দ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম রিজিয়নের আওতাধীন খাগড়াছড়ির যামিনী পাড়া ২৩ বিজিবি ব্যাটালিয়ন সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খালেদ ইবনে হোসেন। খবর বাসসের।

লেফটেন্যান্ট কর্নেল জানান, বিজিবির চলমান অভিযানে বিপুল পরিমাণ অবৈধ পণ্য ও অস্ত্র উদ্ধার করেছে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ৯টি আগ্নেয়াস্ত্র ও ৩৫ রাউন্ড গুলি, ১ হাজার বোতল বিদেশি মদ, ৩৩০ কেজি গাঁজা, ৮৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪৪৫টি গরু, মহিষ ও ছাগল। এছাড়াও বিপুল পরিমাণ মোবাইল ফোন, বিদেশি সিগারেট, কাপড় ও আতশবাজি আটক করা হয়েছে।

জোন কমান্ডার আরও বলেন, চোরাচালান ও সীমান্ত অপরাধের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে সামপ্রদায়িক সমপ্রীতি নষ্টের চেষ্টা যে কোনোভাবে প্রতিহত করতে বিজিবি প্রস্তুত রয়েছে। তিনি বলেন, আমরা সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের অভ্যন্তরে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায়ও কাজ করছি। বিজিবির এসব অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে : নাজিমুর রহমান
পরবর্তী নিবন্ধআমীর খসরুর সঙ্গে এনআইএমডি প্রতিনিধিদলের সাক্ষাৎ