চলতি বছরে প্রাথমিক বিদ্যালয়ে আরও প্রায় ১৪ হাজার শিক্ষক নিয়োগ করবে সরকার। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ। আগের বছরের ধারাবাহিকতায় এবারও প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ অব্যাহত রাখার পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, ২০২৩ সালে প্রাথমিকে ৩৭ হাজারের বেশি শিক্ষক নিয়োগ দেওয়া হয়। চলতি বছর নিয়োগ দেওয়া হবে ১৩ হাজার ৭৮১ জন। খবর বিডিনিউজের।
সংবাদ সম্মেলনে সচিব প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে বই ছাপানো, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও অনিয়ম ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে কথা বলেন। তিনি নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইস ব্যবহার করে নকল ঠেকাতে বুয়েটের তৈরি ‘সুরক্ষা’ নামে একটি যন্ত্র ব্যবহারের কথা তুলে ধরেন। তিনি রাজধানী ঢাকায় নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ এবং বিদ্যমান সব স্কুলের অবকাঠামো উন্নয়নে মন্ত্রণালয়ের পরিকল্পনাও তুলে ধরেন।












