চলতি বছরে অটোপাস দেওয়া সম্ভব না : শিক্ষামন্ত্রী

| মঙ্গলবার , ২৬ জানুয়ারি, ২০২১ at ৯:০৪ পূর্বাহ্ণ

চলতি বছরে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হবে জানিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ২০২১ সালের পরীক্ষার্থীদের ‘অটো পাস’ দেওয়া সম্ভব নয়। ঢাকায় জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) গতকাল সোমবার এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। খবর বিডিনিউজের।
শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য তিন থেকে চার মাসে প্রস্তুতি নেওয়া যাবে এমন একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রনয়ণ করা হয়েছে। যার ভিত্তিতে এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে। তার আগে শিক্ষার্থীরা তিন-চার মাস পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচনী সামগ্রী কেন্দ্রে পাঠানো হবে আজ
পরবর্তী নিবন্ধফিরিঙ্গিবাজারে কাউন্সিলর প্রার্থীর বাসায় গুলি