চলতি বছরের মধ্যে সড়ক পরিবহন আইন সংশোধন করতে হবে

পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় সভায় বক্তারা

| রবিবার , ৪ অক্টোবর, ২০২০ at ১১:২০ পূর্বাহ্ণ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওসমান আলী বলেছেন, পরিবহন মালিক-শ্রমিকদের স্বার্থের কথা বিবেচনা না করে সরকার সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়ন করেছে। ফলে সারাদেশে পরিবহন সেক্টরে নৈরাজ্য চলছে। এ কালাকানুন আইনের কারণে পরিবহন মালিক-শ্রমিকেরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এ আইন সংশোধনসহ পরিবহনে নৈরাজ্য ঠেকাতে সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে ৯ দফা দাবির পাশাপাশি আগামী ১২ ও ১৩ অক্টোবর সারাদেশে ৪৮ ঘণ্টার ধর্মঘট পালন করা হবে।
গতকাল শনিবার সকাল ১১টায় কর্ণফুলী শাহ আমানত সেতু সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ চট্টগ্রাম আঞ্চলিক কমিটি সভার আয়োজন করেন।সমন্বয় পরিষদ চট্টগ্রাম আঞ্চলিক কমিটির আহ্বায়ক হাজী মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রামের সহ-সাধারণ সম্পাদক মো. আবদুর রহিমের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক হাজী রুস্তম আলী। বিশেষ অতিথি ছিলেন সমন্বয় পরিষদের সদস্য সচিব মো. তাজুল ইসলাম, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব গোলাম রসুল বাবুল, বৃহত্তর চট্টগ্রাম পণ্য পরিবহন মালিক ফেডারেশনের মহাসচিব নুরুল আবছার, ট্রাক ড্রাইভার ইউনিয়নের সভাপতি মনির তালুকদার, হাজী আবুল বাহার, গোলাম নবী, মো. মুছা, অলি আহমদ, হাজী তফাজ্জল হোসেন। বক্তব্য রাখেন আবদুর রশিদ, মো. আজাদ হোসেন, সেকান্দর হোসেন চৌধুরী, মো. লোকমান, মনোতোষ ধর, মো. আলী, মো. ইউসুফ সরোয়ার, তাজুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবনাঞ্চলের জমি ইজারা দেওয়ার উদ্যোগে টিআইবির উদ্বেগ
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার ১