বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র আগামীকাল শনিবার থিয়েটার ইনস্টিটিউটে বিশেষ চলচ্চিত্র অধিবেশনের আয়োজন করেছে। অধিবেশনে দুটি প্রদর্শনীতে মুক্তিযুদ্ধ ভিত্তিক দুটি স্বল্পদৈর্ঘ্য ও দুটি পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র প্রদর্শিত হবে। আগামীকাল শনিবার বিকেল পাঁচটায় প্রদর্শিত হবে উড়বে পতাকা ও সূচনা। সন্ধ্যা সাতটায় প্রদর্শিত হবে আগামী ও মেঘের অনেক রঙ। প্রেস বিজ্ঞপ্তি।











