চলচ্চিত্র নির্মাণে তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয়ের বার্ষিক অনুদানের প্রথম কিস্তির চেক বিতরণ হয়েছে। বুধবার বিকেলে মন্ত্রণালয়ের সভাকক্ষে সচিব মো. মকবুল হোসেন ২০২১-২২ অর্থ বছরের জন্য নির্বাচিত ১৯টি পূর্ণদৈর্ঘ্য ও ৬টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রস্তাবকদের হাতে চেক তুলে দেন। স্বল্পদৈর্ঘ্য বিভাগে এবার ২টি প্রামাণ্যচিত্র রয়েছে। খবর বাসসের।
প্রথম কিস্তি হিসেবে প্রতিটি চলচ্চিত্রের জন্য মঞ্জুর হওয়া মোট অনুদানের ৩০ শতাংশ বিতরণের অনুষ্ঠানে সংস্কৃতি অঙ্গনের সারা যাকের, মারুফা আক্তার পপি, অপু বিশ্বাস, সৈয়দ আলী হায়দার রিজভী এবং ছোটকু আহমেদ তাদের সিনেমার জন্য চেক গ্রহণ করেন।
মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখার অতিরিক্ত সচিব খাদিজা বেগম, যুগ্ম সচিব নজরুল ইসলাম ও উপসচিব সাইফুল ইসলাম অনুষ্ঠানে অংশ নেন।