বলিউড বাদশাহ শাহরুখ খানের ২৯ বছর পূর্তি হলো কদিন আগে। চলছে তিন দশকের বলিউড শাসন। দর্শক মাতিয়ে রাখা তারকা এ উপলক্ষে ইনস্টাগ্রামে মন খুলে প্রশ্ন করার সুযোগ দিয়েছেন ভক্তদের। অনলাইনে ‘আস্ক মি এনিথিং’ সেশনে ভক্তদের সঙ্গে ভালোই মেতেছেন প্রশ্ন-উত্তরের খেলায়। সাবলীলভাবেই উত্তর দিয়েছেন কিং খান।
এক ভক্ত প্রশ্ন করেছেন সামনে কোনও সিনেমা রিলিজের খবর আছে? উত্তরে শাহরুখ ‘পাঠান’কে ইঙ্গিত করে লিখেছেন বড় করেই ঘোষণা আসবে, খুব শিগগিরই আমার একটি সিনেমা আপনাদের মনে ঢুকে যাবে। আপাতত মহামারি পরিস্থিতিতে একটু ধৈর্য ধরুন। আরেক ভক্ত প্রশ্ন করেছেন, এখন সিনেমা করার সঠিক সময় নয়, নাচের অনুষ্ঠান করতে পারেন না? তবে ফাঁকতালে একটু দেখতে পেতাম। শাহরুখের উত্তর- নারে ভাই, এখন আমি অনেক অনেক সিনেমা করবো। আপনার শরীর কেমন আছে? এ প্রশ্নের উত্তরে শাহরুখের মজার জবাব, জন আব্রাহামের মতো না হলেও শরীরটাকে নিজের মতো করে ধরে রেখেছি একরকম…হা হা হা। মজা করে আরেক ভক্ত প্রশ্ন করেছেন, আপনিও কি এখন আমাদের মতো বেকার?’ উত্তরে কবি দাঘ দেহলভির কবিতা ধার করে শাহরুখ বললেন, যে কিছুই করে না, সে অসাধারণ কিছু করে।