চর্যাপদের গান নিয়ে ওপার বাংলায় উচ্চারক

| রবিবার , ২১ মে, ২০২৩ at ৬:৪৩ পূর্বাহ্ণ

চর্যাপদের গান পরিবেশনের জন্য দ্বিতীয়বারের মতো ভারতের পশ্চিমবঙ্গে গেল আবৃত্তি ও মনন চর্চার সংগঠন উচ্চারক আবৃত্তিকুঞ্জ। পশ্চিমবঙ্গের আবৃত্তি সংগঠন আবৃত্তিনন্দন ও কাহাক পাবলিশার্সের উদ্যোগে বারুইপুর রবীন্দ্রভবনে ২০ ও ২১ মে অনুষ্ঠেয় দুই বাংলার আবৃত্তি উৎসবে চর্যাপদের গান পরিবেশনের জন্য আমন্ত্রণ পেয়েছে উচ্চারক। বিশিষ্ট সংগীত পরিচালক শিল্পী মো. মোস্তফা কামালের নেতৃত্বে উচ্চারকের ৭ সদস্যের একটি দল গত ১৯ মে কলকাতা যাত্রা করে। দলের অন্য সদস্যরা হচ্ছেন উচ্চারক সভাপতি আবৃত্তিশিল্পী ও সাংবাদিক ফারুক তাহের, সহসভাপতি এ এস এম এরফান ও মৌসুমী চক্রবর্তী, সাধারণ সম্পাদক শামীমা ইয়াছমিন, সদস্য দিপা দাশ মিতু ও সাগর ভট্টাচার্য। দুদিনের এই উৎসবে দুই বাংলার আবৃত্তিশিল্পী ছাড়াও আসাম, ত্রিপুরাসহ ভারতের বিভিন্ন রাজ্যের শিল্পীরা অংশ নিচ্ছেন। বাংলাদেশ থেকে গেছেন বরেণ্য শিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়, জয়ন্ত রায়, মিলি চৌধুরী ও অনন্যা রেজওয়ানা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএকদশক পর জীবনের কথায় হৃদয়ের গান
পরবর্তী নিবন্ধছেলের ওয়েব সিরিজে শাহরুখ, আছেন রণবীর সিংও