আনোয়ারার বরুমচড়া ইউনিয়নের বাঘমারা চর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম মো. জসিম (৫৫)। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার হরিরামপুর ইউনিয়নের বাসিন্দা। জানা যায়, গত ১৬ নভেম্বর দুপুরে উপজেলার বরুমচড়া ইউনিয়নের বাঘমারা চরে কুঁচিয়া শিকার করতে যান মো. জসিম। ধারণা করা হচ্ছে, সেখানে কোনো একসময় সাপের কাপড়ে তার মৃত্যু হয়। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, আমরা জানতে পেরেছি, কুঁচিয়া শিকার করতে গিয়ে সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের লোকজন মরদেহ নিজ বাড়িতে নিয়ে গেছে। এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ নেই।












