কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়ন ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে পশ্চিম চরলক্ষ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিক আহমদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক চৌধুরী। আওয়ামী লীগ নেতা এডভোকেট নাসির ও মো. আলমের সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি। এতে প্রধান বক্তা ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মোহাম্মদ ইসমাইল, বিশেষ বক্তা ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন হায়দার, ১ নম্বর চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সোলায়মান তালুকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মুছা আলম, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মো. শাহ আলম, সদস্য আবু বক্কর, হাজী মো. ইদ্রিস, আবুল কালাম, আলী আহমদ, ইয়াকুব মুন্সী, ইঞ্জিনিয়ার আবদুস শুক্কুর ও মহিলা আওয়ামী লীগ নেত্রী বানাজা বেগম নিশি।