চরম সংকটের মধ্য দিয়ে ঈদ উদযাপন করতে হচ্ছে : খসরু

| মঙ্গলবার , ৯ এপ্রিল, ২০২৪ at ৪:৫২ পূর্বাহ্ণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী, দলের সকল স্তরের নেতাকর্মী, সাংবাদিক, পেশাজীবীসহ সকলকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। গতকাল সোমবার এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, কঠিন দুঃসময়ে দিন কাটছে দেশের মানুষের। দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, ভিন্নমতের লোকজনের উপর নিপীড়ন নির্যাতন, সরকারের দুঃশাসন ও চরম সংকটের মধ্যে দিয়ে ভিন্ন এক পরিবেশে দেশবাসী ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছে।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চরম অসুস্থতার মধ্যেও গৃহবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন। তার বিদেশে উন্নত চিকিৎসার কোনো ব্যবস্থা এই সরকার করছে না। বিএনপির হাজার হাজার নেতাকর্মী মামলা মাথায় নিয়ে দিন কাটাচ্ছে। দেশের সীমান্ত এলাকায় চরম অস্থিরতা বিরাজ করছে। দেশের জনগণ চরম কষ্টের মধ্যে দিয়ে দিনযাপন করছে। তারপরও এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর ঘরে ঘরে আনন্দের বার্তা নিয়ে আসুক, পরিবার পরিজনকে সাথে নিয়ে সকলে আনন্দে নিরাপদে ঈদ উদযাপন করুক এটাই কামনা করি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদ কাল
পরবর্তী নিবন্ধপ্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে ২৬০ টাকায়