চরম সংকটের মধ্যে ঈদ উদযাপন করতে যাচ্ছে দেশবাসী : খসরু

আজাদী প্রতিবেদন | রবিবার , ১ মে, ২০২২ at ৮:৫৮ পূর্বাহ্ণ

চরম সংকটের মধ্য দিয়ে ভিন্ন এক পরিবেশে দেশবাসী ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানবাধিকার লংঘন, ভিন্নমতের লোকজনের ওপর নিপীড়ননির্যাতন, অবৈধ সরকারের দুঃশাসনসহ নানা সংকট রয়েছে দেশে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রামবাসী, দলের সকল স্তরের নেতাকর্মী, সাংবাদিক, পেশাজীবীসহ সকলকে শুভেচ্ছা জানিয়ে গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এসব কথা বলেন। খসরু বলেন, গণতন্ত্রের প্রতীক, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া চরম অসুস্থতার মধ্যেও গৃহবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন। তার সুচিকিৎসার কোনো ব্যবস্থা এই অনির্বাচিত সরকার করছে না। দলের হাজার হাজার নেতাকর্মী মিথ্যা মামলা মাথায় নিয়ে দিন কাটাচ্ছে। দেশের জনগণ চরম কষ্টের মধ্য দিয়ে দিনযাপন করছে। তারপরও এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর ঘরে ঘরে আনন্দের বার্তা নিয়ে আসুক, পরিবার পরিজনকে সাথে নিয়ে সকলে আনন্দে, নিরাপদে ঈদ উদযাপন করুক, এটাই কামনা করি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ সম্পন্ন
পরবর্তী নিবন্ধঈদযাত্রা স্বস্তিকর করতে সুজনের আহ্বান