লোহাগাড়ার চরম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিনকে আদালত তলব করেছেন। আদালতে বিচারাধীন বিষয়ে হস্তক্ষেপ করায় ৩০ জুন (বৃহস্পতিবার) ধার্য্য তারিখে তাকে সশরীরে হাজির হয়ে লিখিত কারণ দর্শানোর নির্দেশ প্রদান করেছেন চট্টগ্রামের সাতকানিয়া চৌকির লোহাগাড়া সহকারী জজ আদালতের সিনিয়র সহকারী জজ শরিফুল হক।
জানা যায়, চরম্বা ইউনিয়নের নোয়ারবিলা রহিমা বিবি পাড়ায় জায়গা সংক্রান্ত আদালতে বিচারাধীন বিষয়ে হস্তক্ষেপ করেন ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন। আদালতে বিচারাধীন বিষয়ে হস্তক্ষেপ না করতে ইউপি চেয়ারম্যানকে নোটিশের মাধ্যমে অনুরোধ করেন সাতকানিয়া যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী মিনহাজুল আব্রার। এতে ক্ষিপ্ত হন ইউপি চেয়ারম্যান। তাই গত ২৬ জুন (রোববার) ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিনের বিরুদ্ধে আদালতে বিচারাধীন বিষয়ে হস্তক্ষেপ করায় ৩০ জুন স্বশরীরে আদালতে তলবের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।
চরম্বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেলাল উদ্দিন জানান, আদালতে সশীরের হাজির হয়ে লিখিত কারণ দর্শানোর আদেশনামা হাতে পেয়েছি। ধার্য্য তারিখে আদালতে স্বশীরের হাজিরা দিবেন বলে জানান তিনি।
উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসেও আদালতে বিচারাধীন বিষয়ে অসন্তুষ্ট হয়ে কটাক্ষ্য করে মন্তব্য করায় চরম্বা ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিনকে তলব করেন আদালত। পরে তিনি সাতকানিয়া সিনিয়র সহকারী জজ আদালতে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। তখন আদালত তার আবেদন মঞ্জুর করেন।