লোহাগাড়া উপজেলার চরম্বা মজিদ পাড়ার ফজল আলী হত্যা মামলায় মো. লোকমান (৩৮) নামে পলাতক এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি চরম্বা গ্রামের আবুল হোসেনের ছেলে। গতকাল ৫ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন। বাদীর আইনজীবী খালেদ মো. আবদুল্লাহ আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, মামলার আসামি ৭ জন। একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেও বাকী ৬ জনকে খালাস দিয়েছেন আদালত। আমরা এতে সন্তুষ্ট না। আমরা উচ্চ আদালতে যাব।
আদালত সূত্র জানায়, ২০০৮ সালের ২১ আগস্ট সাতজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় তদন্ত কর্মকর্তা। এরপর চার্জগঠনের মাধ্যমে তাদের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ হয়।