চন্দনাইশের চরবরমা–শেবন্দী ক্রিকেটার্সের আয়োজনে টি–নাইন শর্টপিচ নৈশকালীন ক্রিকেট টুর্নামেন্ট সমাপ্ত হয়েছে। শেবন্দী–চরবরমা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গত ৮ জানুয়ারি রাতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে টসে জিতে ব্রাদার্স ইউনিয়ন বরমা ক্রিকেট একাদশ প্রথমে ব্যাটিং করে। তারা ৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ৬২ রান সংগ্রহ করে। জবাবে প্রতিপক্ষ বৈলতলী ডেন্জার বয়েজ ক্রিকেট একাদশ ২ উইকেটে প্রয়োজনীয় রান তুলে নিয়ে চ্যাম্পিয়ন হয়। সুশৃঙ্খল দল নির্বাচিত হয় আনছুব আলী ট্রাস্ট ক্রিকেট একাদশ। ম্যান অব দ্যা ম্যাচ হয়েছে মো. আরফাত। ম্যান অব দ্যা টুর্নামেন্ট এমরান (একটিভ)। টুর্নামেন্ট সেরা দর্শক নির্বাচিত হয়েছেন মো. সায়েম। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের কেন্দ্রীয় সহ–সভাপতি এডভোকেট মো. নাজিম উদ্দীন চৌধুরী।












