কর্ণফুলীতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চরপাথরঘাটা ইউনিয়ন সামাজিক সংগঠন সমন্বয় পরিষদের উদ্যোগে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন শুরু হয়েছে। পাশাপাশি দেয়া হচ্ছে করোনা রোগীদের নানা চিকিৎসা সুবিধা ও অক্সিজেন সাপোর্ট। এ উপলক্ষে গতকাল শুক্রবার ব্রিজঘাট আনোয়ার সিটির সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চরপাথরঘাটা ইউনিয়ন সামাজিক সংগঠন সমন্বয় পরিষদের আহ্বায়ক ও ডায়মন্ড সিমেন্টের পরিচালক লায়ন হাকিম আলী। বিশেষ অতিথি ছিলেন চরপাথরঘাটা সমন্বয় পরিষদে যুগ্ম আহ্বায়ক এম এ মারুফ, আমির আহমদ আমু, মনির আহমদ, মার্শাল ও সদস্য সচিব মুহাম্মদ সেলিম হক, সেলিম খান, ছাবের আহমদ, রমজান আলী রমু, নাজিম উদ্দিন রিয়াদ, সাইফু উদ্দিন সাইফ, মোহাম্মদ আলী জিন্না, মোহাম্মদ রাজু, রুবেল, গিয়াস উদ্দিন সাব্বির, রাসেল রাইন, মনসুর আলম মুরাদ। নেতৃবৃন্দ কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ব্রিজঘাট বাজার ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন এবং সবাইকে মাস্ক ব্যবহারের উপকারিতা ও প্রয়োজনীতা তুলে ধরেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ডায়মন্ড সিমেন্টর পরিচালক লায়ন হাকিম আলী বলেন, এখন প্রয়োজন সরকারের পাশাপাশি সাধারণ মানুষকে সতর্ক থাকা। প্রেস বিজ্ঞপ্তি।












