চরপাথরঘাটা এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের এশোয়ারকৃত রাস্তার জায়গা উদ্ধার করেছে যার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। সরকারি জায়গা
উদ্ধার হোক ও সেটা জনস্বার্থে উন্নয়ন করুক, আমরা সরকারী উন্নয়ন কাজের বিরোধী নই। তবে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করতে চাই সিডিএ’র রাস্তার পূর্বাংশে দিয়ে ৫০ হাজার লোকের বসবাস। এখানে মসজিদ, মাদরাসা, স্কুল ও কলেজ রয়েছে। স্কুল–কলেজের ছাত্র–ছাত্রী থেকে শুরু করে এলাকার জনসাধারণ বর্তমান রাস্তা দিয়েই চলাচল করে। কিন্তু রাস্তার জন্য বরাদ্দকৃত জায়গা কোনো এক অশুভ শক্তি চলাচলের রাস্তা বন্ধ করার পাঁয়তারা করছে। রাস্তা ঘেরাও করে এলাকাবাসীর চলাচলে বাধা সৃষ্টি করা হচ্ছে তাতে এলাকার জনসাধারণ শংকিত। আমরা এলাকবাসী এব্যাপারে সিডিএ কর্তৃপক্ষের কাছে আবেদন করছি যাতে রাস্তাটি বন্ধ না করে সচল রাখাার জন্য উদ্যোগ নেয়া হয়।
চরপাথরঘাটা এলাকাবাসীর পক্ষে
জহুর আহমেদ
কবির আহমেদ সওদাগর সড়ক,
চরপাথরঘাটা, চট্টগ্রাম।