সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহিম চৌধুরী বলেছেন, কুসংস্কারে নিমজ্জিত সমাজ থেকে বাল্যবিবাহ, যৌতুক ও নানা অনাচার দূর করতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। সমাজ থেকে এসব অসঙ্গতি নির্মূল করতে চরতি ইসলামী সমাজ কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে কাজ করে যাচ্ছে। এ সংগঠন গরিব দু:খীদের সহায়তা, মাদক মুক্ত সমাজ গঠন, গৃহহীনকে গৃহ নির্মাণ ও জটিল রোগীদের রক্তদান করে ইতোমধ্যে এলাকায় সুনাম কুড়িয়েছেন। তিনি গত ৩১ অক্টোবর কক্সবাজারের একটি রেস্টুরেন্টে চরতি ইউনিয়ন ইসলামী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ফাউন্ডেশনের সভাপতি মুহাম্মদ জুনাইদুল হকের সভাপতিত্বে ও মুহাম্মদ এনামুল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামী এসিস্ট্যান্ট সেক্রেটারী মুহাম্মদ আজিজুর রহমান, সাব্বির আহমেদ সওদাগর, গিয়াস উদ্দিন তালুকদার, মুহামদ হাসান তালুকদার ও মুহাম্মদ নাজিম উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।












