সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি স্থাপন করেছেন চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। গতকাল শুক্রবার রামপুর ডিসি সড়ক রক্ষণাবেক্ষণ কাজ, দক্ষিণ কেশুয়া সড়কের কার্পেটিং কাজ। চরতি ইউনিয়ন কমপ্লেক্সের নতুন ভবন এবং শাহ জব্বারিয়া রোড রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন ও সুইপুরা (বরছড়া) খালের উপর ১৮ মিটার দৈর্ঘ্যের ব্রিজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি।
এসময় মুক্তিযোদ্ধা নীল রতন গুপ্ত, নুরুচ্ছফা চৌধুরী, জসিম উদ্দিন, সরওয়ার উদ্দিন চৌধুরী, মিয়া মুহাম্মদ শাহজান, রমজান আলী, মোখলেছ উদ্দিন জাকের, ইলিয়াস শাহীন, আবুল হোসেন, এরফানুল করিম চৌধুরী, মোহাম্মদ আলী, নুরুল আমিন, আব্দুল হান্নান ফারুক, হারেজ মুহাম্মদসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, তাঁতীলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












