চরতি ইউনাইটেড আইডিয়েল ইনস্টিটিউটে সংবর্ধনা ও সুধী সমাবেশ

| মঙ্গলবার , ২৮ সেপ্টেম্বর, ২০২১ at ৬:৩৩ পূর্বাহ্ণ

সাতকানিয়া চরতি ইউনাইটেড আইডিয়েল ইনস্টিটিউটে সংবর্ধনা ও সুধী সমাবেশ গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। এতে সংবর্ধিত অতিথি ছিলেন ইনস্টিটিউটের নবনির্বাচিত সভাপতি রিজিয়া রেজা চৌধুরী।
সংবর্ধবিত অতিথির বক্তব্যে রিজিয়া রেজা চৌধুরী বলেন, আজকের শিশুরাই আগামী দিনের জাতির কর্ণধার হবে। দেশ ও জাতির কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে কাজ করবে। তাই জাতির ভবিষ্যত শিশুকে সু শিক্ষায় গড়ে তুলতে হবে। প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে শিক্ষা বান্ধব নেত্রী এবং শিক্ষার্থীদের অত্যন্ত আপনজন আখ্যায়িত করে তিনি বলেন, শিক্ষার আধুনিকায়ন, নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা, শিক্ষা ভবন নির্মাণ, বিনামূল্যে মেয়েদের পড়ালেখার সুযোগ সৃষ্টির ফলে দেশের শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। বিশ্বায়নের এই যুগে ডিজিটাল বাংলাদেশের রূপকার হচ্ছেন সজিব ওয়াজেদ জয়। তাঁদের হাত ধরে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মুহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আজিম শরীফ, মাস্টার আবদুল মাবুদ, বীর মুক্তিযোদ্ধা নীল রতন দাশ গুপ্ত, অধ্যক্ষ হারুনুর রশিদ, বিজিসি ট্রাস্টের রেজিস্ট্রার আখতারুজ্জামান কায়সার, রুহুল্লাহ চৌধুরী, ইলিয়াস শাহীন, আবুল হোসাইন, বজল আহমদ, নুরুল আমিন, নুর মোহাম্মদ, আবদুল মান্নান, মুহাম্মদ ইদ্রিছ, জাহেদুল ইসলাম, কায়সার হামিদ, মাইনুদ্দিন মুন্না প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাই এসোসিয়েশনের যৌথ সভা
পরবর্তী নিবন্ধসিআরবি রক্ষায় পুঁথি পাঠের আসর