বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ জ্ঞানাঙ্কুর বিহারের নবগঠিত বিহার পরিচলনা কমিটির সভা গত শুক্রবার সকাল সাড়ে ১০টায় সভাপতি উত্তম কুমার বড়ুয়ার সভাপতিত্বে বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
যুগ্ম সাধারণ সম্পাদক তপু বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি অধ্যাপক পুষ্প কান্তি বড়ুয়া, সহ সভাপতি ত্রিদিপ বড়ুয়া টিপলু, সাধারণ সম্পাদক শিবু কুমার বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক বিধান বড়ুয়া, সহ ধর্মীয় সম্পাদক অভি বড়ুয়া এবং কার্যকরী সদস্য সঞ্জীব বড়ুয়া।
শুরুতে নবগঠিত কমিটির পরিচিত পর্ব অনুষ্ঠিত হয়। পরবর্তীতে নির্ধারিত আলোচ্যসূচি মোতাবেক সুষ্ঠু ও সুচারুভাবে বিহার পরিচালনা করার জন্য সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ১০ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। সভায় বিহার পরিচালনা কমিটির কর্মকর্তাসহ দায়ক–দায়িকা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।