চরকানাইয়ে শিক্ষা সামগ্রী বিতরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

| বৃহস্পতিবার , ২০ নভেম্বর, ২০২৫ at ৮:৫৪ পূর্বাহ্ণ

পটিয়ায় চরকানাই রত্ন্নাঙ্কুর বৌদ্ধ বিহার প্রাঙ্গণে চরকানাই রামদাস ঠাকুর স্মৃতি সংসদের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শিলাব্রত তালুকদার স্মৃতি ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় শিক্ষা সামগ্রী বিতরণ, বৃত্তি প্রদান ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্প্রতি বিহারের অধ্যক্ষ এস জিনসেন থেরর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শুরুতে মঙ্গলাচরণ করেন নকশি বড়ুয়া।

অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি ছিলেন প্রমোতোষ চৌধুরী, মনোরঞ্জন বড়ুয়া, রণধীর তালুকদার, প্রিয়তোষ চৌধুরী, স্বপন বড়ুয়া, শংকর চৌধুরী, অনাধীর বড়ুয়া তালুকদার, পরিমল বড়ুয়া ও জুয়েল বড়ুয়া। বৌদ্ধ পল্লী হতে এসএসসিতে জিপিএ৫ প্রাপ্ত সংবর্ধিত শিক্ষার্থীরা হলেনবৈশাখী বড়ুয়া, সীমান্ত বড়ুয়া, স্বপ্ন বড়ুয়া এবং গ্রামের ষষ্ঠ হতে দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও বৃত্তি তুলে দেন সংবর্ধিত অতিথিরা। অতিথি ছিলেন, চরকানাই অমিতাভ সংস্থার সভাপতি অমিতাভ বড়ুয়া ও সাধারণ সম্পাদক লিকসন বড়ুয়া তালুকদার। অনুষ্ঠানে বক্তব্য দেন, রামদাশ ঠাকুর সংস্থার সভাপতি লিটু বড়ুয়া। সঞ্চালনায় ছিলেন রামদাশ ঠাকুর সংসদের উপদেষ্টা তুষার তালুকদার ও ইমন বড়ুয়া। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লিটু বড়ুয়া, আদীপ বড়ুয়া তালুকদার, অর্পিতা চৌধুুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধড. মঈনুল ইসলামের কলাম
পরবর্তী নিবন্ধমেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ন্যায্য ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন