চমেক হাসপাতাল থেকে ভুয়া ‘এনএসআই’ আটক

আজাদী প্রতিবেদন | রবিবার , ৬ এপ্রিল, ২০২৫ at ৮:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মো. শাহজালাল হোসেন আকাশ (২৮) নামে এক ভুয়া এনএসআই সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল ১১টার দিকে তাকে আটক করা হয়। ধৃত শাহজালাল ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার মো. তৌহিদ হোসেনের ছেলে। তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন।

জানা গেছে, শাহজালাল মোটরসাইকেল নিয়ে কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছিলেন। মইজ্জারটেকের একটু আগে পৌঁছালে একটি প্রাইভেটকারের সাথে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এসময় নিজেকে এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে প্রাইভেটকারটির কাগজপত্র চেক করে এবং গাড়ির চালককে থাপ্পড় দেয়।

পরবর্তীতে শাহাজালালকেসহ দুর্ঘটনাকবলিত এলাকা থেকে আহতদের চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেও নিজেকে এনএসআই কর্মকর্তা পরিচয় দেয় শাহজালাল। এসময় তার আচরণ সন্দেহজনক হওয়ায় চট্টগ্রাম মেট্রো এনএসআই এর তথ্যের ভিত্তিতে তাকে পাঁচলাইশ থানা পুলিশ আটক করে। তবে দুর্ঘটনাস্থ কর্ণফুলী থানা এলাকায় হওয়ায় তাকে কর্ণফুলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে দুই সিএনজি টেক্সির সংঘর্ষে আহত ১১
পরবর্তী নিবন্ধপ্রত্যন্ত গ্রামে শিশুদের আনন্দময় পাঠ