চমেক হাসপাতাল থেকে দুই দালাল আটক

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৭ এপ্রিল, ২০২৩ at ৫:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে দুই দালালকে আটক করেছে পুলিশ। তারা হলেন, রাজীব বৈদ্য ও শুভ দাস। গতকাল সকালে ৩৩ নম্বর গাইনী ওয়ার্ড থেকে এ দুজনকে আটক করা হয়। হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর উল্লাহ আশেক এ তথ্য নিশ্চিত করে বলেন, কোনো স্বজন হাসপাতালে ভর্তি না থাকা সত্ত্বেও রাজীব বৈদ্য ও শুভ দাস গাইনী ওয়ার্ডে ঘোরাঘুরি করছিল।

পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তারা যে দালাল সে বিষয়ে নিশ্চিত হই আমরা। পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরো বলেন, তার আগে গত ২৫ এপ্রিল একই ওয়ার্ড থেকে সজল চৌধুরী তুফান নামের অপর এক দালালকে আটক করা হয়েছিল। এসব দালালেরা রোগীদের নানাভাবে হয়রানি করে থাকে। এ ঘটনায় মামলা দায়ের পরবর্তী দুজনকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন নুর উল্লাহ আশেক।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধবন্দরের এনসিটি জেটিতে বিদেশি জাহাজের ধাক্কা