চমেক হাসপাতাল কর্মচারীদের চারটি সমিতির ব্যাংক হিসাব জব্দ

চার অ্যাকাউন্টে সাড়ে ২৯ লাখ টাকা

আজাদী প্রতিবেদন | সোমবার , ৩০ নভেম্বর, ২০২০ at ৫:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের অভ্যন্তরে অবৈধভাবে কেন্টিন পরিচালনাকারী হাসপাতাল কর্মচারীদের চারটি সমিতির আলাদা চারটি ব্যাংক হিসাব জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চারটি পৃথক অ্যাকাউন্টে সাড়ে ২৯ লাখ টাকা (২৯ লক্ষ ৪৭ হাজার ৬৯৬ টাকা) রয়েছে। গতকাল রোববার অগ্রনী ব্যাংক মেডিকেল কলেজ শাখায় জরুরি চিঠি দিয়ে চারটি পৃথক হিসাব নম্বরে থাকা এসব টাকা জব্দ করেন দুদকের তদন্ত কর্মকর্তা দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এর উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন।
অগ্রনী ব্যাংক মেডিকেল কলেজ শাখার শাখা প্রধান সহকারী মহাব্যবস্থাপক লক্ষণ চন্দ্র দাশ দৈনিক আজাদীকে বলেন, ‘তৃতীয় শ্রেণি কর্মচারী কল্যাণ তহবিল, চতুর্থ শ্রেণি কর্মচারী কল্যাণ তহবিল, স্টাফ নার্সিং কল্যাণ তহবিল এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল স্টাফ কো-অপারেটিভ সোসাইটি
(মেডিকপস) নামীয় হিসাব জব্দ করতে দুদক থেকে একটি চিঠি পেয়েছি। চিঠি পাওয়ার পরই হিসাবগুলোর লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে।’
প্রসঙ্গত, বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদকের বিরুদ্ধে একটি অভিযোগ অনুসন্ধান করছে দুদক। অনুসন্ধানে নেমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, আন্দরকিল্লা জেনারেল হাসপাতালসহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, জেলার সিভিল সার্জনসহ নগরীর ১৫টি বেসরকারি হাসপাতালে সংশ্লিষ্ট নথি চেয়ে চিঠি দেয় দুদক। জিজ্ঞাসাবাদ করে হাসপাতালের ডাক্তার, কর্মচারীসহ বেশ কয়েকজন ঠিকাদারকে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুৃক কণিকা
পরবর্তী নিবন্ধ২৯ মার্কেটে এখনো নিশ্চিত হয়নি অগ্নিনিরাপত্তা ব্যবস্থা