চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় এ ঘটনা ঘটে। মো. ওমর ফারুক (৪৫) নামের ওই হাজতি নগরীর পতেঙ্গা থানা এলাকার ওবায়দুল হকের ছেলে। গত দুই বছর ধরে তিনি কারাগারে বন্দি ছিলেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন জানান, গত ১০ আগস্ট থেকে ওই হাজতি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার পায়ে পচন ধরেছিল। আজ (গতকাল) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।