চমেক হাসপাতালে হাজতির মৃত্যু

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৫ এপ্রিল, ২০২২ at ৬:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক হাজতির মৃত্যু হয়েছে। তার নাম কাঈসাং মারমা (৫৬)। তিনি রাঙামাটির চন্দ্রঘোনা রায়খালী বাজার এলাকার চাইহ্লা প্রু মারমার ছেলে। গত শনিবার (২৩ এপ্রিল) রাত সোয়া ১ টার দিকে হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়।

চট্টগ্রাম কারাগারের জেলার দেওয়ান মো. তারিকুল ইসলাম বলেন, মাদক মামলার আসামি কাঈসাং রাঙামাটি কারাগারে ছিলেন। কিডনি জটিলতা, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতা নিয়ে অসুস্থ কাঈসাংকে গত ১৯ এপ্রিল উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম কারাগারে আনা হয়। এখানে অবস্থার আরও অবনতি হলে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ২৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

চমেক হাসপাতালে দায়িত্বরত পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, মাদক মামলার এই আসামি কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গত ১৯ এপ্রিল চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে এক সপ্তাহে ৭ শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধলক্ষ্মীপুরের গৃহবধূ নিখোঁজের ৭ দিন পর চট্টগ্রামে উদ্ধার