চমেক হাসপাতালে নারী হাজতির মৃত্যু

আজাদী প্রতিবেদন | শনিবার , ৫ জুন, ২০২১ at ৬:১৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের এক নারী হাজতির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টায় চমেক হাসপাতালের ১২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় হাছিনা আক্তার (৪২) নামের ওই হাজতি আসামির মৃত্যু হয়। হাছিনা আক্তার হাটহাজারী থানার ছারিয়া মাদ্রাসার কালো চেয়ারম্যান বাড়ির মৃত নুরুর মেয়ে। পাহাড়তলী থানার একটি মানবপাচার মামলায় তিনি কারাভোগ করছিলেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া আজাদীকে বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ওই আসামিকে হাসপাতালে এনে ১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পূর্ববর্তী নিবন্ধবিয়ে নিয়ে মালালার বক্তব্যে তোলপাড়
পরবর্তী নিবন্ধদেশে আরো ৩৪ মৃত্যু, শনাক্ত ১৮৮৭