চমেক হাসপাতালে দুই নারী চোর গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | রবিবার , ১১ সেপ্টেম্বর, ২০২২ at ৫:২০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এলাকা থেকে মোবাইল ও নগদ টাকা চুরির সাথে জড়িত দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে হাসপাতালের পূর্ব গেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন তাসলিমা আক্তার (২২) ও রওশন আরা বেগম।
গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বলেন, শনিবার বেলা সাড়ে ১২টার দিকে এক মহিলা হাসপাতালের নিচ তলার ন্যায্য মূল্যের ওষুধের দোকানে ওষুধ কিনতে যান। এ সময় মহিলার ভ্যানিটি ব্যাগ থেকে ৪৪ হাজার ৫০০ টাকা দামের একটি স্মার্ট ফোন ও নগদ ২ হাজার ৩৮০ টাকা চুরি হয়। অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করে হাসপাতালের পূর্ব গেট এলাকা থেকে দুই নারীকে আটক করা হয়। তাদের কাছ থেকে চুরি যাওয়া স্মার্ট ফোন ও নগদ ২ হাজার ৩৮০ টাকা উদ্ধার করা হয়েছে। চুরির সাথে জড়িত দুই নারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ রোববার তাদের আদালতে সোর্পদ করা হবে বলেও জানান এসআই নুরুল আলম আশেক।

পূর্ববর্তী নিবন্ধফুটবল খেলা শেষে বিজয়ী দলের উপর হামলা
পরবর্তী নিবন্ধঘুমধুম সীমান্তের ওপারে গোলাগুলি, এপারে আতঙ্ক