দুর্যোগ–দুর্বিপাকে সবার আগেই কাজ করছে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা। তারই ধারাবাহিকতায় গতকাল শনিবার রেড ক্রিসেন্ট সোসাইটি সিটি ইউনিট ও রেড ক্রিসেন্ট অ্যালামনাই চট্টগ্রামের উদ্যোগে আন্দোলনে আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীনদের নগদ অর্থ বিতরণ করা হয়। সিটি যুব রেড ক্রিসেন্টের সহযোগিতায় অর্থ বিতরণে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট অ্যালামনাই চট্টগ্রামের সভাপতি গোলাম বাকি মাসুদ, চট্টগ্রাম সিটি ইউনিটের কার্যকরি পর্ষদ সদস্য এইচএম সালাউদ্দিন, কাজী তৌফিকুল আজম, অ্যালামনাই চট্টগ্রামের সেক্রেটারি সাইফুল কাদের বিদ্যুৎ, সিনিয়র যুব সদস্য আলি হায়দার সাইমুন, সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান আ.ন.ম তামজীদ, উপ–যুবপ্রধান সুজিত রুদ্রসহ যুব সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।