কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন এক তরুণ মারা গেছেন।
গত বৃহস্পতিবার আবদুল মজিদ (২০) নামের ওই তরুণ মারা যান বলে দৈনিক আজাদীকে নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন। বর্তমানে তার লাশ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত আবদুল মজিদ পেশায় বাসের হেলপার ছিলেন। চাঁদপুরের একটি সহিংসতার ঘটনায় তার শরীরের ৮০ শতাংশ পুড়ে যায়। পরে তার স্বজনেরা উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে নিয়ে আসেন। তার গ্রামের বাড়ি খাগড়াছড়িতে। এ নিয়ে চমেক হাসপাতালে কোটা সংস্কারের আন্দোলনে ৬ জন মারা গেছেন। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অপর একজন ছাত্র মারা যান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে।