চমেক হাসপাতালে গুলিবিদ্ধ তিন লাশ

পরিচয় পাওয়া গেছে দুজনের

আজাদী প্রতিবেদন | বুধবার , ৭ আগস্ট, ২০২৪ at ৭:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গুলিবিদ্ধ হয়ে তিনজন মারা গেছেন। গত সোমবার রাতে তাদের গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। এরা হচ্ছেন মো. নিজাম উদ্দিন (১৮) ও মো. জামাল উদ্দিন (৫৪)

জানা গেছে, গত সোমবার সরকার পরিবর্তনের খবর পাওয়ার পর বিকাল ৫টার দিকে নগরের লালদীঘির পাড়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে হামলার চেষ্টা করে মানুষ। প্রধান ফটকের বাইরে হাজারো মানুষ অবস্থান নিয়ে কারাগারে হামলার চেষ্টা চালায় এ সময় কারাগারের ভেতর থেকে ফাঁকা গুলি ছুড়ে হামলা থেকে নিবৃত্ত করার চেষ্টা করেন কারারক্ষীরা। এ ঘটনায় গুলিবিদ্ধ হন নিজাম। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত নিজাম নোয়াখালীর মো. সাহাবউদ্দিনের ছেলে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. মঞ্জুর হোসেন আজাদীকে বলেন, বাইরে লোকজন ছিল, পুলিশ ছিল। গোলাগুলির শব্দ শুনেছি। কারাগারে হামলার চেষ্টা হয়েছে। আমরা প্রতিরোধ করেছি। একজন নিহতের বিষয়ে জানতে চাইলে বলেন, আমি অবগত নই।

এদিকে নিহত জামাল উদ্দিনের বাড়ি হাটহাজারী বলে জানা গেছে। তার বাবার নাম সালাহউদ্দিন। তিনি হাটহাজারীতে গুলিবিদ্ধ হয়ে সন্ধ্যা ৬টার দিকে চমেক হাসপাতালে আসেন। পরে রাত সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করা হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এদিকে চমেকে নিহত অপরজনের পরিচয় জানা যায়নি। তাকে কোথা থেকে আনা হয়েছে সেটাও কেউ নিশ্চিত করতে পারেনি।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তছলিম উদ্দিন আজাদীকে বলেন, সোমবার রাতে দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

পূর্ববর্তী নিবন্ধপরিকল্পনা ঠিক করতে হাসিনাকে সময় দিতে চায় ভারত
পরবর্তী নিবন্ধসেনাবাহিনীর উচ্চ পর্যায়ে রদবদল, জিয়াউলকে অব্যাহতি