চমেক হাসপাতালে কয়েদির মৃত্যু

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৪ নভেম্বর, ২০২৫ at ৭:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের এক কয়েদির মৃত্যু হয়েছে। তার নাম মাওলানা মনসুর আলম। গত শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি কঙবাজার জেলার সদর থানার গাজুনিয়া এলাকার আব্দুল মজিদের ছেলে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. রাকিব শেখ বলেন, শনিবার রাতে মনসুর আলম কারাগারে অসুস্থ হয়ে পড়লে দ্রুত কারা হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য চমেক মর্গে রয়েছে। তিনি বলেন, মনসুর আলম একটি ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি। ৭ বছর ধরে তিনি কারাগারে ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে আগুনে ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধার ঘর পুনর্নির্মাণে জেলা প্রশাসনের সহায়তা
পরবর্তী নিবন্ধস্কপের বন্দর অবরোধ কর্মসূচিতে বাম গণতান্ত্রিক জোটের সমর্থন