চমেক হাসপাতালে আই সি ইউ বেডের সংখ্যা বৃদ্ধি করা হোক

| সোমবার , ১২ মে, ২০২৫ at ৯:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম এবং দক্ষিণ চট্টগ্রামের মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসাস্থল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক)। প্রতিদিন হাজার হাজার রোগী এখানে চিকিৎসা নিতে আসেন। কিন্তু দুঃখজনক হলেও এটা সত্য যে প্রতিষ্ঠার ৬০ বছর পেরিয়ে গেলেও হাসপাতালটিতে চিকিৎসা সেবার উল্লেখযোগ্য পরিমাণ অগ্রগতি হয়নি। এতো বড় হাসপাতালটিতে আই সি ইউ বেড আছে মাত্র ৩০ টি। যা প্রয়োজনের তুলনায় অনেকটাই অপ্রতুল। এর ফলে রোগীদের মাঝে হাহাকার সব সময় লেগেই থাকে। এমনকি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা রোগীরাও পান না আই সি ইউ সুবিধা।

এমতাবস্থায় দ্রুত সময়ের মধ্যে আই সি ইউ বেড সহ প্রয়োজনীয় সরঞ্জামাদির ব্যবস্থা করে দেওয়ার দাবি রোগী এবং স্বজনদের।

ওবায়দুল মোস্তফা শিবলী

শিক্ষার্থী,

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধদীনেশরঞ্জন দাশ : কল্লোল সম্পাদক
পরবর্তী নিবন্ধ২০২৫ সালে হাজিদের জন্য টিকা ব্যবস্থাপনায় স্বস্তির নিঃশ্বাস