চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স মালিককে মারধর, গ্রেপ্তার ১

আজাদী প্রতিবেদন | সোমবার , ২ নভেম্বর, ২০২০ at ১০:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় লিটন বৈদ্য নামে এক অ্যাম্বুলেন্স মালিককে মারধরের ঘটনায় শাহাদাৎ হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাত দেড়টার দিকে চমেক হাসপাতালের গাড়ি পার্কিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাহাদাত নিজেকে শ্রমিক লীগ নেতা হিসেবে পরিচয় দিয়ে চাঁদা দাবি করেন বলে অভিযোগ মারধরের শিকার লিটন বৈদ্যের। এই ঘটনায় শাহাদাতসহ পাঁজনকে আসামি করে পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেছেন লিটন বৈদ্য। আসামিরা হলেন- পাঁচলাইশ থানার শ্রমিক লীগের সভাপতি পরিচয়দানকারী মো. শাহাদাৎ হোসেন (৩৫), মো. বেলাল (৪৫), মো. আজিজ (৩৫), মো. বাবু (২৪) ও মো. সাত্তার (৪০)। মামলা ও গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভূইয়া। মামলা সূত্রে জানা যায়, চমেক হাসপাতালের গাড়ি পার্কিং স্থানে অ্যাম্বুলেন্স সমিতির টেবিলে দায়িত্বরত অবস্থায় চার পাঁচজনকে সাথে নিয়ে লিটনের নিকট ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন শাহাদাত। এছাড়া প্রতি মাসের ১ তারিখ ৫০ হাজার টাকা দিতে হবে বলে হুমকি দেয়। লিটন টাকা দিতে অস্বীকার করায় তার ওপর ক্ষিপ্ত হয়ে তাকে মেরে আহত করে। পরে পুলিশে খবর দেয়া হলে পুলিশ এসে শাহাদাতকে আটক করে। বাকিরা পালিয়ে যায়। চমেক হাসপাতাল এলাকায় শাহাদাত দীর্ঘদিন ধরে অ্যাম্বুলেন্স চালক-মালিকদের কাছে চাঁদা দাবি করে আসছে বলে অভিযোগ অ্যাম্বুলেন্স চালক-মালিকদের।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধগণফোরাম উত্তর, দক্ষিণ ও মহানগর শাখার কর্মীসভা