চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে অজ্ঞাতনামা এক বৃদ্ধের (৭০) মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে মৃত বৃদ্ধের নাম, ঠিকানা বা আত্মীয়–স্বজনের সন্ধান পাওয়া যায়নি।চমেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি মৃত বৃদ্ধের পরিবারের সন্ধান পেলে চমেক হাসপাতালে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন।











