চমেক হাসপাতালের শিশুদের হাতে ক্লাশের ঈদ উপহার

| শুক্রবার , ২৯ এপ্রিল, ২০২২ at ১১:২৪ পূর্বাহ্ণ

 

ক্যানসার আক্রান্ত শিশুদের সেবা ও সহায়তাকারী সংগঠন চিলড্রেন লিউকেমিয়া এসিসটেন্স এন্ড সাপোর্ট সার্ভিসেসের (ক্লাশ) উদ্যোগে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের মধ্যে ঈদ উপহার ও পথ্য বিতরণ করা হয়। একইসাথে দুঃস্থ সকল রোগী পরিবারের মধ্যে নগদ অর্থ সহায়তাও প্রদান করা হয়।

এ সময় অন্যদের মধ্যে ক্লাশের সাধারণ সম্পাদক এএম মহিউদ্দিন এবং পরিচালকমন্ডলীর সদস্যবৃন্দ ডা. রওনক জাহান, শফিকুল আলম খান এবং সদস্য জাহেদ ইকবাল ও অফিস নির্বাহী আবদুল মোতালিব উপস্থিত থেকে উক্ত কার্যক্রম পরিচালনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর ইফতার মাহফিল
পরবর্তী নিবন্ধবান্দরবানে টমটমের ধাক্কায় শিশুর মৃত্যু