চমেক হাসপাতালের বহির্বিভাগ বন্ধ থাকায় রোগীদের চরম দুর্ভোগ

ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৩ মার্চ, ২০২৫ at ৫:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। গতকাল পূর্বঘোষণা অনুযায়ী চিকিৎসকরা কর্মবিরতির ডাক দিলেও দূরদূরান্ত থেকে রোগীদের অনেকে বিষয়টি জানতেন না। টিকেট কাউন্টার থেকে বহির্বিভাগের টিকেট না পেয়ে অনেক রোগী ক্ষোভ প্রকাশ করেন। তবে স্বাভাবিক ছিল জরুরি বিভাগ ও বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগীদের সেবা কার্যক্রম। গতকাল সকালে চমেক হাসপাতাল এলাকা ঘুরে দেখা গেছে, বহির্বিভাগের টিকেট কাউন্টার বন্ধ। টিকেট কাউন্টার ঘিরে অনেক রোগীকে অপেক্ষা করতে দেখা গেছে। এদের একজন লোহাগাড়ার বাসিন্দা সিরাজুল ইসলাম। তিনি বলেন, আমি মেডিসিন ওয়ার্ডে ভর্তি ছিলাম। চিকিৎসকরা বলেছিল, দু্‌ই সপ্তাহে আউটডোরে (বহির্বিভাগ) দেখা করতে। আজকে সকালে রোজা রেখে লোহাগাড়া থেকে চিকিৎসককে দেখাতে এসেছি। কিন্তু এখন বলা হচ্ছেতারা কর্মবিরতি পালন করছে। রোগী দেখবে না। এর চেয়ে ভোগান্তি আর কি হতে পারে। ফটিকছড়ি থেকে প্রবাসী আমিনুল ইসলাম এসেছে হৃদরোগ বহির্বিভাগে। চিকিৎসকরা তাকে কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়েছেন দুইদিন আগে। গতকাল রিপোর্ট দেখাতে এসেছেন। কিন্তু চিকিৎসকদের কর্মবিরতির কারণে তাকে পুরনায় ফেরত যেতে হয়েছে।

সত্তোরোর্ধ আছিয়া খাতুন মেডিসিন বিভাগে এসেছেন বাঁশখালী থেকে। তিনি ওয়ার্ডে ভর্তি ছিলেন। চিকিৎসকরা বহির্বিভাগে ফলোআপে আসতে বলেছিলেন। তার সাথে থাকা ছেলে আরিফুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, চিকিৎসকরা বলেছেন বহির্বিভাগে আসার জন্য। সেই হিসেবে আমরা আজকে (গতকাল) এসেছি। আমার মা বৃদ্ধ মানুষ। জার্নি করতে কষ্ট হয়। কর্মবিরতির বিষয়টি আমরা জানলে আসতাম না। পায়ে ফ্র্যাকচার নিয়ে নগরীর আতুরার ডিপো এলাকা থেকে চিকিৎসা নিতে আসা জিসান সকাল সাড়ে ১১টার দিকে বলেন, বহির্বিভাগে টিকিট কাউন্টার বন্ধ। কাউকে দেখছি না। এখন বাসায় চলে যাচ্ছি।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন বলেন, হাসপাতালের বহির্বিভাগে সমস্যা হচ্ছে। সেখানে রোগীদের পুরোপুরি চিকিৎসা সেবা দেয়া যাচ্ছে না। তবে জরুরি বিভাগ, বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটে সেবা চালু আছে। চিকিৎসকরা সেবা দিচ্ছেন স্বাভাবিকভাবে। আইসিইউ সেবাও চালু আছে।

উল্লেখ্য, এমবিবিএসবিডিএস ডিগ্রিপ্রাপ্ত ছাড়া কাউকে নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করতে না দেওয়াসহ পাঁচদফা দাবিতে সারাদেশে একযোগে কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। চট্টগ্রামে তাদের সঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল, মেরিন সিটি এবং সাউদার্ন মেডিকেলের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরাও এ কর্মসূচি পালন করছেন। তবে গতকাল দুপুরে এ সংক্রান্ত রীটের ওপর শুনানি শেষে হাইকোর্টের এক রায়ে বলা হয়েছে, এমবিবিএস (ব্যাচেলর অব মেডিসিন, ব্যাচেলর অব সার্জারি) ও বিডিএস (ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি) ডিগ্রিপ্রাপ্ত ছাড়া অন্য কেউ তাদের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না।

পূর্ববর্তী নিবন্ধমডার্ন স্টিল মিলস কোম্পানির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
পরবর্তী নিবন্ধফৌজদারহাটে ৫০০ থেকে ৭০০ শয্যার জেনারেল হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত