চমেক হাসপাতালের পূর্ব গেট থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আজাদী প্রতিবেদন | বুধবার , ১০ ডিসেম্বর, ২০২৫ at ৭:৫৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পূর্ব গেট থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে ভাসমান জীবনযাপন করছিলেন এবং অসুস্থ ছিলেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আশেক সাংবাদিকদের জানান, হাসপাতালের পূর্ব গেটের দেয়ালের পাশে একজন ভাসমান ও অসুস্থ লোক পড়েছিল। স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। পরে পাঁচলাইশ থানার চমেক ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় পান। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর। কয়েকজন পথচারী তাকে হাসপাতালে নিয়ে যান।

পূর্ববর্তী নিবন্ধবায়েজিদে পলিথিন কারখানায় অভিযান, ৩৭৫ কেজি জব্দ
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে এ বছর ৮৫ হাজার ভিসা বাতিল, কোপে শিক্ষার্থীরাও