চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগে ‘ত্বকের ফাংগাস সংক্রমণ সচেতনতা: প্রতিকার ও করণীয়’ বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে চর্ম ও যৌনরোগ বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন বিভাগের প্রধান অধ্যাপক ডা. রফিকুল মাওলা। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. আয়েশা বেগম। এছাড়া প্যানেল বিশেষজ্ঞ ছিলেন চর্ম ও যৌনরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জুনায়েদ মাহমুদ খান ও সহকারী অধ্যাপক ডা. বর্নালী বড়ুয়া। সহকারী অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বক্তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক ওষুধ, সঠিক ডোজ, নির্দিষ্ট সময় পর্যন্ত সেবনের পরামর্শ দেন। এছাড়া স্টেরয়েড ওষুধ ও মিক্সড মলম ব্যবহার না করার ওপর গুরুত্ব আরোপ করেন। সেমিনারে আরো বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ডা সামিরা জামাল, ডা. অজয় কুমার ঘোষ ও ডা. তাহমিদুর রহমান।











