চমেক হাসপাতালের গাইনী ওয়ার্ড থেকে দালাল আটক

আজাদী অনলাইন | বুধবার , ১৪ ডিসেম্বর, ২০২২ at ২:৫০ অপরাহ্ণ

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের গাইনী ওয়ার্ড থেকে মো. সাহাব উদ্দিন (২৮) নামে এক দালালকে আটক করেছে পুলিশ সদস্যরা। বুধবার (১৪ ডিসেম্বর) সকালে হাসপাতালের ৩৩ নম্বর গাইনী ওয়ার্ড থেকে এই দালালকে ধরা হয়েছে বলে জানান চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর উল্লাহ আশেক।

আটক সাহাব উদ্দিন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধামসার গ্রামের মিয়াবাড়ির জাহের মিয়ার ছেলে।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর উল্লাহ আশেক বলেন, সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল ওই ব্যক্তি। সে রোগীদের বিভিন্নভাবে হয়রানি করতো। বুধবার সকালে তাকে গাইনী ওয়ার্ড থেকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম টেস্টে টসে জিতে ব্যাটিংয়ে ভারত
পরবর্তী নিবন্ধপ্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ