চমেক শিশু বিভাগে লায়ন্স ক্লাব চিটাগং মেট্রোপলিটনের ৫ লাখ টাকা হস্তান্তর

| সোমবার , ১২ সেপ্টেম্বর, ২০২২ at ৪:৪৭ পূর্বাহ্ণ

নগরীর কাজীর দেউরিস্থ চিটাগাং ক্লাব লিমিটেডে নানা আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে লায়ন্স ক্লাব অব চিটাগাং মেট্রোপলিটনের আন্তর্জাতিক দিবস ও মধ্য শরৎ অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি লায়ন বিজয় শেখর দাশ। সঞ্চালনা করেন লায়ন এস এম আবু তৈয়ব। এতে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪ বাংলাদেশ জেলা গভর্নর লায়ন শেখ সামসুদ্দীন আহমেদ সিদ্দীকি।
বিশেষ অতিথি ছিলেন, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল। সম্মানিত অতিথি ছিলেন জ্যাক টেকনোলজি কোম্পানি লিমিটেডের কর্ণধার জ্যাক। অনুষ্ঠানে জ্যাককে সংবর্ধনা প্রদান করে লায়ন্স ক্লাব অব চিটাগাং মেট্রোপলিটন। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন এম এ মালেক, লায়ন মঞ্জুর আলম মঞ্জু, কেবিনেট সেক্রেটারি লায়ন হাসান মাহমুদ, গেট টিমের লায়ন আসরাফুল আলম, লায়ন এড. নুরুল ইসলাম, লায়ন গোলাম মহিউদ্দিন বাবুল, লায়ন মোহাম্মদ আলি, লায়ন
কামরুজ্জামান লিটন, লায়ন জাহেদুল ইসলাম চৌধুরী, লায়ন আরিফ আহমেদ, লায়ন তারেক কামাল, লায়ন নিশাত ইমরান, লায়ন বারেক, লায়ন হাসান আকবর, লায়ন মোরসেদুল হক চৌধুরী, লায়ন ফজলে করিম লিটন, লায়ন নসরুল্লাহ, লায়ন বারেক, লায়ন রুবেল, লায়ন মাহমুদা করিম সহ অনেকে। এছাড়াও উপস্থিত ছিলেন বিজিএমইএর প্রথম সহ সভাপতি লায়ন সৈয়দ নজরুল ইসলাম, বিজিএমইএর ডিরেক্টর মো. খসরু চৌধুরী, সিএইপিজেডের এঙুকেটিভ ডিরেক্টর মুসিউদ্দিন মেজবাহ। লিওদের মধ্যে উপস্থিত ছিল লিও ইসমাইল বিন আজিজ (আলভি), লিও সাজু ও লিও তুহিন প্রমুখ। অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিকেলের শিশু ওয়ার্ডে ৫ লাখ টাকা অনুদান দেওয়া হয় এবং দুই জন ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসায় বিশ হাজার ও দশ হাজার টাকার চেক প্রদান করা হয়। পরে কেক কেটে শরৎ অনুষ্ঠান উদযাপন করেন অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিমান ধরের খুনিদের ধরতে স্বর্ণ ব্যবসায়ীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
পরবর্তী নিবন্ধভোটের সময় সাংবাদিকদের বাধা দিলে তিন বছর জেল চায় ইসি