চমেক শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় ছাত্রদলের মতবিনিময়

| শনিবার , ৯ নভেম্বর, ২০২৪ at ৮:৩১ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় টিমের সঙ্গে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার চমেকে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতৃবৃন্দ বলেন, বিএনপির ৩১ দফা হচ্ছে আগামী দিনে বিএনপির রাষ্ট্র পরিচালনার একটি দলিল। এখন পর্যন্ত যারা রাষ্ট্র সংস্কারের ব্যাপারে নানা কথা বলছেন, বিভিন্ন ফর্মুলা দিচ্ছেন, তাদের কোনো ভাবনাই ৩১ দফা রূপরেখার বাইরে নয়। ফ্যাসিবাদী সরকার ছাত্র রাজনীতিতে দুর্বৃত্তায়ন ঘটিয়েছে। সুষ্ঠু ধারার ছাত্র রাজনীতি ফিরিয়ে আনতে ছাত্রদল প্রতিজ্ঞাবদ্ধ।

মতবিনিময় সভায় ৩১ দফা ও ধানের শীষের শুভেচ্ছা স্মারক এবং ছাত্রদলের অতীত ইতিহাস ঐতিহ্য সম্বলিত বই বিতরণ করা হয়। এ সময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহামেদ, চমেক ছাত্রদলের আহবায়ক সাদ্দাম হোসেন, যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, চমেক ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। একই সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক স্বাস্থ্য সম্পাদক ডা. সরোয়ার আলম, সাবেক ছাত্রদল নেতা আসিফউদ্‌দৌল্লা, সামিউল করিম, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, যশোর মেডিক্যাল ছাত্রদলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন স্বপন, হারুনুর রশিদ ও রেজাউল করিম রিজবী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে ১ কেজি ক্রিস্টাল মেথসহ গ্রেপ্তার ১
পরবর্তী নিবন্ধভারতের প্রখ্যাত চিকিৎসক ডা. আর সি পালকে সম্মাননা স্মারক প্রদান