অবকাঠামো সংস্কারের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজের করোনা ল্যাব দুই দিনের জন্য বন্ধ থাকবে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চমেক করোনা ল্যাবের প্রধান এহসানুল হক কাজল বিষয়টি নিশ্চিত করেছেন।
এহসানুল হক কাজল বলেন, ল্যাবের অভ্যন্তরে অবকাঠামোগত কিছু সংস্কার করতে হচ্ছে। তাই আগামী ২৫ ও ২৬ নভেম্বর দুই দিন করোনা ল্যাবে নমুনা পরীক্ষা বন্ধ থাকবে। খবর বাংলানিউজের।
প্রতিদিন গড়ে প্রায় ৩৫০ থেকে ৪০০ নমুনা পরীক্ষা হয় এই ল্যাবে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় এই ল্যাবে ৪৯২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৮০ জনের করোনা শনাক্ত হয়। দুই দিনের জন্য চমেক ল্যাব বন্ধ থাকলেও চট্টগ্রামের অন্য ৭টি ল্যাব যথারীতি চালু থাকবে। চট্টগ্রামে করোনা পরীক্ষার তৃতীয় ল্যাব হিসেবে চমেকের মাইক্রোবায়োলজি বিভাগে স্থাপন করা হয় এই ল্যাব। গত ৯ মে থেকে শুরু হয় নুমনা পরীক্ষা।