চমেক প্রাঙ্গণে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি

| রবিবার , ৯ জুলাই, ২০২৩ at ১০:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে কয়েকশো চারাগাছ রোপণ করা হয়েছে। গত বুধবার সংস্থার যুগ্ম সম্পাদক জাহেদুল করিম বাপ্পির সৌজন্যে ও সাংগঠনিক সম্পাদক এস এম ইকরাম হোসাইনের তত্ত্বাবধানে কর্মসূচির উদ্বোধন করেন সংস্থার সভাপতি ডা. শেখ শফিউল আজম।

এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ড. অং সুই প্রুরু মারমা (পিএইচডি), সহকারী পরিচালক ডা. রাজিব পালিত, সংস্থার সহ সভাপতি ডা. মাহবুবুল আলম, কোতোয়ালি থানা আহবায়ক ও নগরের নির্বাহী কমিটির সদস্য জাকি হোসাইন, সমাজকল্যাণ সম্পাদক গিয়াস উদ্দিন, উপপ্রচার সম্পাদক জিয়াউল হক, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্মচারী সমিতির সভাপতি মোহাম্মদ মানিক প্রমুখ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাহোপ চট্টগ্রাম জেলা শাখার ঈদ পুনর্মিলনী
পরবর্তী নিবন্ধচুনতি সীরত মাহফিলের উপ-কমিটির প্রস্তুতি সভা