চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল থেকে আবারও রুমা আক্তার (৩৫) নামে এক নারী দালালকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার উপজেলার নতুন গ্রাম এলাকার কবির মেম্বারের বাড়ির মৃত জসিম উদ্দিনের মেয়ে রুমা। তবে তিনি নগরের চান্দগাঁয়ের রাস্তার মাথা এলাকার পেশকার কলোনির বাসিন্দা।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক দৈনিক আজাদীকে বলেন, চমেক হাসপাতালের নিচ তলায় ন্যায্য মূল্যের ওষুধের দোকানের সামনে থেকে নারী দালালকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।