চমেক-ওজিএসবির সাইয়েন্টিফিক সেমিনার

| রবিবার , ২৬ নভেম্বর, ২০২৩ at ১০:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ও অবসট্রেটিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) উদ্যোগে আয়োজিত হয়েছে সাইয়েন্টিফিক সেমিনার ও মতবিনিময় সভা। গতকাল শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাসে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান বলেন, ইনফার্টিলিটি ইউনিটে উন্নত যন্ত্রপাতি সংযোজনের মাধ্যমে ইউনিটকে আরো উন্নত করা হবে।

চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সাহেনা আক্তার বলেন, ইনফার্টিলিটি চিকিৎসায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতে যে কোনো প্রয়োজনে আমরা সহযোগিতা করব। সন্তান ধারণে আইইউআই প্রযুক্তি উন্নত প্রযুক্তি। অবস্ট্রাটিক্যাল অ্যান্ড গাইনোকলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশওজিএসবি’র চট্টগ্রাম শাখার এ ভাইস প্রেসিডেন্ট বলেন, এর পরের ধাপ হলো আইভিএফ বা আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ টেকনোলজি (এআরটি)। আশা করি, ভবিষ্যতে আধুনিক আইভিএফ পদ্ধতিও চালু হবে। ওজিএসবি চট্টগ্রাম শাখার সভাপতি কামরুন নেসা রুনার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংগঠনের চট্টগ্রাম শাখার সাবেক সভাপতি ডা. রওশন মোরশেদ। উপস্থিত ছিলেন ফার্টিলিটি অ্যান্ড স্টেরিলিটি সোসাইটি অব বাংলাদেশের (এফএসএসবি) সভাপতি পারভিন ফাতেমা, সাধারণ সম্পাদক রাশিদা বেগম, ওজিএসবির সহ সভাপতি সালেহা বেগম চৌধুরী, ওজিএসবি চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক প্রফেসর শর্মিলা বড়ুয়া ও সাবেক সভাপতি শামীমা সিদ্দিকা।

প্রসঙ্গত, ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের অধীনে ইনফার্টিলিটি ইউনিটের কার্যক্রম শুরু হয়। গত ২৫ অক্টোবর সেখানে ইনট্রা ইউটেরাইন ইনসামিনেশনআইইউআই প্রযুক্তি চালু হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউত্তর জেলা আইনজীবী পরিষদের কমিটি গঠন
পরবর্তী নিবন্ধভূমিমন্ত্রীর সঙ্গে বিএফএ পরিচালক হাকিম আলীর সৌজন্য সাক্ষাৎ