চমেক অধ্যক্ষের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

আজাদী প্রতিবেদন | বুধবার , ২১ আগস্ট, ২০২৪ at ১০:৫৪ পূর্বাহ্ণ

ছাত্রজনতার আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেয়ার অভিযোগ এনে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আকতারের পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার সকালে চমেক অধ্যক্ষ কক্ষের সামনে জড়ো শিক্ষার্থীরা দাবি আদায় না হলে ক্লাস বর্জন ও লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, গত ৩ আগস্ট ‘চট্টগ্রামের শান্তিকামী চিকিৎসক সমাজ’ এর ব্যানারে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনকে ‘জামায়াতশিবির ও বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও সুপরিকল্পিত হত্যাকাণ্ডের’ অভিযোগ তুলে শান্তি সমাবেশ করা হয়েছিল। সেই সমাবেশে অংশ নিয়েছিলেন কলেজের অধ্যক্ষ সাহেনা আক্তার। পাশাপাশি তিনি কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া কলেজের শিক্ষার্থীদের হুমকি দিয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইচ্ছেমতো জীবনযাপন যে দ্বীপে
পরবর্তী নিবন্ধবৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে মহানগর কল্যাণ ফ্রন্টের প্রদীপ প্রজ্বলন