চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে শরীফুল ইসলাম (৩৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে।
আজ সোমবার (১৩ জুন) বেলা ১১টার দিকে তিনি চমেক হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শরীফুল ইসলাম সাতক্ষীরার জুরুল গাজীর ছেলে।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, শরীফুল মাদক মামলায় ২০২১ সালের ২১ মে থেকে কক্সবাজার কারাগারে ছিলেন।
তিনি অসুস্থ হলে গত ২৪ এপ্রিল চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বিভাগীয় কারা হাসপাতালে আনা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে পাঠান চিকিৎসকরা।