চমেকে মাথায় গাছ পড়ে পান বিক্রেতার মৃত্যু

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১১ মার্চ, ২০২১ at ৮:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নতুন জরুরি বিভাগের সামনে গাছ পড়ে আয়েশা বেগম (৪৮) নামে এক ভ্রাম্যমাণ পান বিক্রেতা নিহত হয়েছেন। গতকাল রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালের ২৮ নম্বর নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি করে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া বলেন, নতুন জরুরি বিভাগের সামনে একটি পুরাতন গাছ ভেঙে বৈদ্যুতিক তারে পড়ে। এ সময় বৈদ্যুতিক খুঁটিসহ পুরাতন গাছটি আয়েশা বেগমের মাথায় পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

পূর্ববর্তী নিবন্ধস্বাস্থ্য সেবা নিশ্চিতে সরকারের সাথে ওয়ার্ল্ড ভিশন কাজ করছে
পরবর্তী নিবন্ধরাস্তা পার হতে গিয়ে শিশুর মৃত্যু